
আহমদীয়া মুসলিম জামাত কানাডা তাদের ৪৩তম জলসা সালানা ২০১৯ এ বিভিন্ন ধরনের ধর্মীয় চরম পন্থা বাক-স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার নামে করা হচ্ছে, তা কিভাবে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব তার সমাধান দিয়েছে এবং ইসলামী মূল্যবোধ কিভাবে পশ্চিমা মূল্যবোধ এর সাথে সঙ্গতিপূর্ণ তার কথা বলেছে। এই জলসার দ্বিতীয় দিনটির সভাপতিত্ব করেন জনাব লাল খান মালেক, প্রেসিডেন্ট আহমদীয়া মুসলিম জামাত কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার মন্ত্রিপরিষদ বর্গ এবং এমপি বর্গ এবং অনেক সম্মানিত কূটনীতিবিদ এই মহতি জলসায় উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটিকে আলোকিত ও সাফল্যমণ্ডিত করেন।
আহমদীয়া মুসলিম জামাত, কানাডার প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আহমদীয়া মুসলিম জামাত কানাডা, সম্মান, অন্তর্ভুক্তিকরণ এবং স্বচ্ছতার নীতিগুলো সর্বদাই সমুন্নত করে আসছে।”
ট্রুডো আরো বলেন, “কানাডা একটি সাফল্যমন্ডিত জাতিতে পরিণত হয়েছে তার জাতিগত বিভিন্নতা বা ডাইভার্সিটির নীতির কারণে এবং আহমদীয়া মুসলিম জামাত কানাডা এর উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।” আহমদীয়া মুসলিম জামাত সম্বন্ধে তিনি আরো বলেন, “আপনাদের কাজে, আপনাদের কমিউনিটিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনারা সর্বোত্তম ক্যানাডিয়ান মূল্যবোধগুলো প্রকাশ করে যাচ্ছেন।” সূত্র: htps://voiceofislambangla.com