
অনলাইন ডেস্ক : ইতালির পর্যটন নগরী ভেনিসে সিটি কর্পোরেশনের নির্বাচনে আফাই আলী নামে এক বাংলাদেশি জয় লাভ করেছেন।
২০-২১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টম্বর এর ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে আফাই আলী ১১০ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয় পেয়েছেন। তিনি বর্তমান ক্ষমতাসীন দলের শরীক দল বামপন্থী ডেমোক্রেটিক পার্টির (পিডি) হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
ইতালিতে প্রথমবারের মতো কোন বাংলাদেশি মূলধারার রাজনীতিতে এসে জয়লাভ করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
৩২ বছরের এই তরুণ আগামীতে ভেনিসে তার কর্মদক্ষতায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন।
এছাড়াও এ নির্বাচনে আরও দুই বাংলাদেশি অংশগ্রহণ করেন, একজন মানোয়ার ক্লার্ক অন্যজন হুমায়ুন আব্দুল।
তারা অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারেননি। প্রবাসীরা বলছেন, এ বিজয় শুধু আফাইয়ের নয় গোটা বাংলাদেশের।
এ প্রসঙ্গে প্রার্থী মনোয়ার ক্লার্ক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাকে বিশ্বাস ও ভালবেসে ভোট দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। এই নির্বাচনের মাধ্যমে অনেক অভিজ্ঞতা এবং অনেক মানুষকে চেনাজানা হয়েছে, ভবিষ্যতে তা কাজে দেবে।
উল্লেখ্য, বাংলাদেশি বংশদ্ভূত ইতালিয়ান নাগরিকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ শুরু হয় মূলত ২০১৫ সাল থেকে। আর ২০২০ সালের এই সিটি কর্পোরেশন নির্বাচনে আফাই জয়লাভ করে তাক লাগিয়ে দিলেন স্থানীয় নাগরিকদের।
ভোটে জয়যুক্ত আফাই আলীর দেশের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর। ফলাফল ঘোষণা আসার পর প্রবাসী বাংলাদেশিরা বিজয়ী আফাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।