
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি চিকিত্সকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ (বামানা) তাদের নতুন কমিটি গঠন করেছে।
সংগঠনটির ৩৯তম সম্মেলনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন ও সেক্রেটারি হয়েছেন ফজলুল ইউসুফ।
৭ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে জেনারেল মটর্সের সদর দপ্তরের রেনেসাঁ ভবনে এ সম্মেলনে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ শতাধিক চিকিত্সক সপরিবারে অংশ নেন। সম্মেলন স্থল থেকে এসব তথ্য জানান কমিউনিটি কর্মী সাইফুল আজম সিদ্দিকী।
সম্মেলনে বামানার নির্বাচনে সভাপতি হন জিয়াউর রহমান। ট্রেজারার বশির আহমেদ, সায়েন্টিফিক সেক্রেটারি ইউসুফ আল মামুন, ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি আদিবা গীতি, মেম্বার অ্যাট লার্জ মুজিবর রহমান মজুমদার, ফেরদৌস শিল্পী ও আহমেদ মোরশেদ।
সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চিকিত্সকদের পুরস্কার দেওয়া হয়। চিকিত্সা বিজ্ঞানে ও মানবতার কল্যাণে অবদানের জন্য এবছর পুরস্কার পান হালিদা হানুম আকতার। বিশেষ সম্মাননা পান এ এফ এম জিয়াউল হক। আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় ধীরাজ শাহকে।
সম্মেলনে অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও মেডিকেল এডুকেশন। উদ্বোধনী রাতে মিশিগানের চিকিত্সক পরিবারের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো সম্মেলন প্রাণচাঞ্চল্যে ভরে উঠে। এসময় দেশের গানের সঙ্গে দ্বৈতনৃত্য পরিবেশন করেন চিনু মৃধা ও তার মেয়ে আমিতা মৃধা। এছাড়া গান শোনান স্থানীয় শিল্পী জিন্নাহ খান।
সমাপনী দিবসে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান শোনান ব্যান্ডদল মাইলস ও কণ্ঠশিল্পী বেবি নাজনিন।
আয়োজকরা জানান, বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বামানার ১৩টি চ্যাপ্টার রয়েছে। মেম্বার সংখ্যা প্রায় ৮০০। সবচেয়ে বড় চ্যাপ্টার নিউ ইয়র্কে, তারপরই ফ্লোরিডা, মিশিগান ও ক্যালিফোর্নিয়া।
সামনের বছরের ৪০তম সম্মেলন টেক্সাস অঙ্গরাজ্যে ডালাস নগরীতে আয়োজনের ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়।