
বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনেত্রী তমালিকা কর্মকার ও দীপা খন্দকার। এই সময়ে টিভি নাটকে আগের মতো নেই তমালিকা। তবে নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছেন দীপা। দীর্ঘদিন পর এই দুই অভিনেত্রী এবার ঈদে থাকছেন একটি নাটকে। তবে সেটি টিভি পর্দায় নয়। বেতারের একটি ঈদ নাটকে সম্প্রতি তারা দুজন কন্ঠ দিয়েছেন বলে জানান দীপা। নাটকটির নাম ‘ঈদ শপিং’। নাটকটির গল্প লিখেছেন অধ্যাপক তারিক মঞ্জুর।
প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী। দীপা বলেন, এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি বেতার ও টেলিভিশনে। তবে বেতারে সর্বশেষ কবে একসঙ্গে কণ্ঠ দিয়েছি সেটি মনে নেই। ঈদের এই নাটকে একসঙ্গে দু’জন কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। বেতার শ্রোতাদেরও আশা করছি ভালো লাগবে। এদিকে এই নাটকে আরো কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত।