
বিনোদন ডেস্ক : চঞ্চল চৌধুরী ও অপি করিম এবারই প্রথম জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। গুণী এ দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে একই নাটকে অভিনয় করানোর এ উদ্যোগটি নিয়েছেন নাট্যকার ও নির্মাতা সাগর জাহান। তার পরিচালনায় পান্থ শাহরিয়ার রচিত এ নাটকটির নাম ‘ক্ষণিকের আলো’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, পান্থ শাহরিয়ারের লেখা এই নাটকটির গল্প পুরোপুরি ভিন্ন ধরনের। নানা সময়ে অপির সঙ্গে কাজ করার প্রস্তাব এলেও ব্যাটে বলে মিলেনি। এবারই প্রথম আমরা দুজন সাগর জাহানের নির্দেশনায় ‘ক্ষণিকের আলো’ নাটকে অভিনয় করেছি। অপি করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করতে পারার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে।
আর নির্মাতা সাগর জাহানের কথা বিশেষভাবে বলতে গেলে বলতে হয়, তিনি তার প্রতিটি নাটকই ভালোভাবে, যত্ন নিয়ে নির্মাণ করেন। ‘ক্ষণিকের আলো’র ক্ষেত্রেও তাই করেছেন। অপি করিম বলেন, সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। তার সঙ্গে এবার যুক্ত হলেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে। সাগর জাহান জানান, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে।