
প্রায় ২৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে কানাডার বিভিন্ন প্রভিন্স শহর গুলুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।সু চিকিৎসা শেষে ভাল হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৬০ জন। প্রথম বাংলাদেশীর মৃত্যু হয় রাজধানি অটোয়ায় এক জন, টরণ্টো তে সাত জন এর প্রান কেরে নেয় এই মহামারি করোনা ভাইরাস। এ মৃত্যু – বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বইছে। ভয়ে ভিত আতঙ্কের মাঝে দিন জাপন করছে সকলে।