
অনলাইন ডেস্ক : বাংলাদেশি অধ্যুষিত বিচেস ইষ্ট ইয়র্ক নির্বাচনী এলাকা থেকে কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী নাদিরা নাজির আসন্ন ফেডারেল নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চেয়েছেন। তিনি বলেন, একজন অভিবাসী হিসেবে হাউজ অব কমন্সের অভিবাসীদের মুখপাত্র হয়ে কাজ করতে চান।
রোববার সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরি রেস্তোরাঁয় বাংলাদেশি কমিউনিটির সাথে এক মতবিনিময় ও ইফতার পার্টিতে মিলিত হন কনজারভেটিভ পার্টির প্রার্থী নাদিরা। বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা তাকে আগামী নির্বাচনে সহায়তা করার আশ্বাস দেন। অন্যান্যের মধ্যে বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার কামরুল হাফিজ, প্রণবেশ পোদ্দার, মর্টগেজ ব্রোকার আসাবউদ্দিন আসাদ, ইশতিয়াক উদ্দিন আহমেদ, আলী খান সারোয়ার এতে অংশ নেন।
ব্যারিষ্টার কামরুল হাফিজ নাদিরা নাজিরের প্রতি তার সমর্থনের ঘোষণা দেন। তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষকে নাদিরা নাজিরের সমর্থনে আগামী নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানান।
নিজের সম্পর্কে তুলে ধরে কনজারভেটিভ প্রার্থী নাদিরা নাজির বলেন, ২৯ বছর আগে মৌরিশাস থেকে অভিবাসী হয়ে তিনি কানাডা আসেন এবং কানাডার বহুসংস্কৃতির দেশে নিজের জায়গা করে নেন। টেলিভিশনের উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়া নাদিরা নাজির কর্পোরেট জগতে নির্বাহী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলেন।
তিনি জানান, একজন প্রার্থীর ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে ১০ বছর আগে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। কনজারভেটিভ পার্টি এবার তাকে বিচেস ইষ্ট ইয়র্ক এলাকায় মনোনয়ন দিয়েছে।
অভিবাসীদের জন্য অধিকতর কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি ট্যাক্সের বোঝা কমিয়ে আনাকে তিনি তার অগ্রাধিকারা কাজের তালিকায় রেখেছেন বলে জানান।