
স্পোর্টস ডেস্ক : নোফেল ও বিজেএমসি- দু’দলেরই হোম ভেন্যু নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম। তাই লড়াইটাও হলো সমানে সমান। শেষে লড়াই করেই হেরেছে বিজেএমসি। গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচে গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার হ্যাটট্রিকে নোফেল স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে হারায় বিজেএমসিকে। একের পর এক হারে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকলো বিজেএমসি। অন্যদিকে ধীরে ধীরে অবনমনের হাত থেকে বেঁচে উপরের দিকে আসতে শুরু করেছে নোফেল স্পোর্টিং ক্লাব। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নোফেল। ১৮ ম্যাচ খেলেছে বিজেএমসি।
কিন্তু তাদের ঝুলিতে জয় মাত্র একটি। সেটাও শেখ জামালকে হারিয়ে। পাঁচটি ড্র ম্যাচ থেকেও পেয়েছে পাঁচ পয়েন্ট। এই আট পয়েন্টই সর্বসাকূল্যে হাতে রয়েছে কর্পোরেট দলটির। অবস্থান সবার নীচে। যতই লীগের দিনক্ষণ ফুরিয়ে আসছে, অবনমনের দিকে এগিয়ে যাচ্ছে বিজেএমসি। কোনভাবেই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। ক্লাবটির ভেতরকার দৈন্যের চিত্রটা যেন বাইরে বেরিয়ে আসছে ধারাবাহিক ভাবে।
আগের ম্যাচে চমক দেখিয়েছেন ইসমাইল বাঙ্গুরা। লীগে একমাত্র ফুটবলার, যার দু’টি হ্যাটট্রিক রয়েছে। টানা দু’ম্যাচেই এই কৃতিত্ব দেখিয়েছেন বাঙ্গুরা। আগের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে। এবার বিজেএমসি। লীগে বাকি চার হ্যাটট্রিকের মধ্যে মুক্তিযোদ্ধার আইভরিকোস্টের বাল্লো ফামোসা, ঢাকা আবাহনীর নাবীব নেওয়াজ জীবন ও সানডে সিজোবা এবং আরামবাগের জাহিদ হোসেনের একটি করে। কাল ম্যাচে ১৭, ২৪ ও ৩৭ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিক করেন ইসমাইল বাঙ্গুরা। এ হ্যাটট্রিকের সুবাদে লীগে তার গোল সংখ্যা ১০। নোফেলের হয়ে বাকি গোলটি করেন আশরাফুল ইসলাম। বিজেএমসির মোতাবেক দু’টি এবং এলিটা কিংসলে এক গোল করে ব্যবধান কমান।