
ভিএজি,বির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩ জুন সন্ধ্যায় মন্ট্রিয়লের রেস্তোরাঁ জলিতে এক পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন তাজুল মোহাম্মদ, হাজেরা খাতুন, ডঃ জাহিদ হোসেন, ডাঃ জিনাত ফারাহ নাজ, ডঃ তরুণ চক্রবর্তী, অধ্যাপক আবু হোসেন জয়, জিয়াউল হক জিয়া, শামশাদ রানা, শামীম ওয়াহিদ, দিলীপ কর্মকার, এহসানুল হক কামাল, আরিয়ান হক, হামোম প্রমোদ সিনহা, বেমটেক দেবী, কাজি মাজহারুল ইসলাম বিপুল, ফারহানা সুলতানা, খান মাশরেকুল আলম, সহিদ রহমান, তোতন আহমেদ, ইউসুফ রনি, আব্দুর রহিম, মাসুম আনাম, ডালিয়া আক্তার, রাব্বী আনাম, মোঃ আশরাফুল ইসলাম, জহুরুল ইসলাম, নাহিদা আকতার, মোঃ সিদ্দিক, মোঃ ইসমাইল হোসেন, শেরাম রিপন, কেনি রিপন, তপন বড়ুয়া, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জাহিদুর রহিম, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, শামীম আরা, এডোয়ার্ড কর্ণেলিয়াস গোমেজ, মিলি আনোয়ার, প্রিয়াম হক, যাহিন মাযহার প্রমুখ।