
বিনোদন ডেস্ক : মাঝে বেশ লম্বা সময় কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি চিত্রনায়িকা পরীমনি। তবে চলতি বছর চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে কাজ করছেন তিনি। কক্সবাজারে গতকাল এ ছবির বেশকিছু সিকোয়েন্সের কাজ শেষ হয়েছে। এ সময় পরীমনির মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় সেটি। তবে ফেসবুকের ম্যাসেঞ্জারে কথা হয় তার সঙ্গে। সেখানে তিনি বলেন, শুটিংয়ের সময় ফোন বন্ধ রাখছি আমি। কক্সবাজারে ‘বিশ্বসুন্দরী’ ছবির সিকোয়েন্সের কাজ শেষ। এর আগে ফরিদপুরে এ ছবির শুটিং হয়েছে।
শুটিং সেটের খবর নিয়ে জানা যায়, ছবিটির বিষয়ে বেশ মনোযোগী পরীমনি। চরিত্রটি নিয়ে এতটাই মগ্ন যে নিজের ব্যবহৃত ফোনের কলও ধরছেন না তিনি। সারাক্ষণ নিজের কাজটি নিয়েই ভাবছেন। নির্মাতাও পরীমনির কাজে বেশ মুগ্ধ। শিল্পী সত্তাকে টিকিয়ে রাখবে এমন কাজের সঙ্গেই থাকতে চান পরী। ‘বিশ্বসুন্দরী’ ছবিটি তার কাছে তেমনই একটি প্রজেক্ট। এদিকে ছবির নির্মাতা চয়নিকা চৌধুরীর মতে, এই ছবিতে পরীমনির বিকল্প নেই। বিশ্বসুন্দরী হতে যা প্রয়োজন, তার সবকিছুই তার মধ্যে আছে। ‘বিশ্বসুন্দরী’ চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। পরী-সিয়াম ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন চম্পা, মুনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ। এ ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।